কালোজিরা ফুলের ভেজাল মধু কিভাবে চিনবেন?

আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কালোজিরা ফুলের ভেজাল মধু চেনার সিম্পল কিছু ট্রিকস 🙂

মধু খাঁটি না ভেজাল? এটা চেনার জন্য আমাদের অবশ্যই খাঁটি মধু এবং ভেজাল মধু, এই দুইটা মধুর বৈশিষ্ট্যিই কিন্তু জানতে হবে। প্রথমে খাঁটি মধুর বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক।

কালোজিরা ফুলের খাটি মধুর বৈশিষ্ট্য:

  • দেখতে কালো রংয়ের হয়। (ধনিয়া + অন্যান্য ফুলের মধুর উপস্থিতি কমবেশের কারণে কাল রংটা হালকা বা গাড় হতে পারে)
  • খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।
  • গন্ধটাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।
  • মধুর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ঘনত্ব কমবেশি হতে পারে।
  • মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
  • সাধারণত কালোজিরা ফুলের খাটি মধু জমে যেতে দেখা যায় না। তবে ধনিয়া ফুল সহ অন্যান্য ফুলের মধুর মিশ্রনের ফলে অনেক সময় জমতে দেখা যায়।

কালোজিরা ফুলের ভেজাল মধুর বৈশিষ্ট্য:

  • দেখতে কালো রংয়ের হয়।
  • খেতে স্বাদ খুবই অরুচিকর। অনেক সময় তিতা তিতা ভাব লাগে। জিব্বা আরষ্ট হয়ে যায়। কস কস অনুভূত হয়। কিছু ভেজাল মধুতে অনেক বেশি ঝাঁজ থাকে। ঝাঁজ কমবেশও হতে পারে।
  • বাজে একটা গন্ধ লাগে। খাঁটি মধুর মতো সম্পূর্ণ খেজুরের গুড়ের মতো লাগে না। মাঝে মধ্যে ধুমাটে গন্ধ ও পাওয়া যায়।
  • ঘনত্ব কমবেশি হতে পারে।
  • এই ভেজাল মধুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এই মধু পাতলা হলেও আমি কখনই ফেনা হতে দেখিনি। আর ঘন হলে তো ফেনা হবার কোনো সুযোগই নাই।
  • বেশিরভাগ সময় দীর্ঘদিন পরে নিচে চিনির মতো জমে যেতে দেখা যায়।
  • আরও একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, মধু যত পুরাতন হতে থাকে ততো বেশি মধুর স্বাদ গন্ধ পরিবর্তন হয়ে দুর্গন্ধ হয়ে যায়।

যতটা সম্ভব সহজে মুল বিষয়গুলো বলার চেষ্টা করেছি। তারপরও একবার পড়ে বুঝতে অসুবিধা হলে দুই তিন বার পড়তে পারেন। আর এই বৈশিষ্ট্য গুলো পড়ে আপনি প্রাথমিক পর্যায়ের জ্ঞান অর্জন করতে পারবেন।

আসল প্রকৃত রহস্য ও গভীর জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই একই সময়ে কয়েক প্রকার কালোজিরা ফুলের খাঁটি মধু ও কয়েক প্রকার ভেজাল মধু খেতে হবে, দেখতে হবে এবং গভীর পর্যবেক্ষণ করতে হবে। তবেই আপনি কালোজিরা ফুলের খাঁটি মধু এবং ভেজাল মধুর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

আমার জ্ঞানে যা ছিলো তাই বলেছি। অবিজ্ঞ জনেরা যদি আমার এই লিখার মধ্যে কোনো ভুল খুজে পান তাহলে অবশ্যই জানাবেন। আপনার ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো 🙂

ভিডিওঃ কালোজিরা ফুলের খাঁটি মধু কি জমে যায় নাকি জমে না?

যোগাযোগঃ

খাঁটি মধু কিনতে অথবা মধু বিষয়ে যেকোনো কিছু জানতে আমার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি ফোনে কথা বলতে কল করুনঃ মোবাইল নাম্বারঃ 01728-338765

মধু আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
WhatsApp + IMO: 01869-663242

Learn more:  Youtube Channel | FB ProfileFB Page | Blog Official Site

Leave a Reply

This Post Has 6 Comments

  1. শফিউল

    কালোজিরা ফুলের হাফ কেজি খাঁটি মধুর দাম কত? কিভাবে পেতে পারি?

    1. হাফ কেজি কালোজিরা ফুলের মধুর দাম ৬০০ টাকা। আমরা ঝিনাইদহ থেকে কুরিয়ারে পাঠাই।

  2. জাহিদ হাসান

    কালোজিরা ফুলের মধু চাই

  3. FAISAL

    VAI 1 KG KOTO PORBE,AR DELIVERY CHARGE SOHO KOTO PORBE

    1. # লিচু ফুলের মধু :
      1kg TK.690
      500gm TK.350

      # সরিষা ফুলের মধু :
      1kg TK.490
      500gm TK.250

      # সুন্দরবনের বক্সের মধু :
      1kg TK.980
      500gm TK.500

      # কালোজিরা ফুলের মধু :
      1kg TK.1180
      500gm TK.600

      # মধুময় বাদাম :
      1kg TK.1080
      500gm TK.550

      BSTI Approved & 100% Natural Raw Honey

      (Cash on Delivery! Charge TK.120)

      Note: মধুর পাত্রের নিচে কোন এক সময় চিনির দানার মতো কম বা বেশি তলানি পড়ার সম্ভাবনা আছে এবং Raw Honey হওয়াই মধুর পাত্রে ফেনা ও হাওয়া হতে পারে।

      Attention: মধু পরীক্ষার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে- ল্যাব টেস্ট। ঘরোয়া কোন পরীক্ষা দিয়ে খাঁটি-ভেজাল চেনা যায় না। মধু চেনার সঠিক উপায় হচ্ছে- মধুর বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।