আমার মধু বিক্রির প্রথম দিকে এই সমস্যাটি খুব হতো। কাউকে কালোজিরা ফুলের মধু দিচ্ছি অথচ সে বলছে এইটা মধু না, এইটা খেজুরের গুড়। আরও অনেক ধরণের কথা শোনা লাগতো। এর ফলে নিজের প্রতি মিথ্যা অপবাদও পেতাম আবার কাস্টমারও হারাতাম। একজন নতুন মধু বিক্রেতা হিসেবে এইটা অনেক কস্টের ব্যাপার ছিলো আমার জন্য। যাইহোক, এখন আর এই ধরণের সমস্যা তেমন হয় না। আলহামদুলিল্লাহ।
আরও পড়ুনঃ মধু সম্পর্কে বিভিন্ন কুসংস্কর ও তার সমাধান
আমার জন্য এই সমস্যার উত্তম সমাধান করে দিয়েছেন আল্লাহ তায়ালা। কিন্তু আমি এখনও অনেক নতুন মধু বিক্রেতাদের কাছ থেকে শুনতে পাই তারা এই সমস্যাই পড়ে আছেন। কাস্টমার উল্টাপাল্টা বকাবকি করছেন। কারো কারো ক্ষেত্রে হয়তো অনেক সিরিয়াস কিছুও ঘোটে যাচ্ছে। সবমিলিয়ে এটি একটি মারাত্মক সমস্যা নতুন মধু বিক্রেতাদের জন্য। তবে এই সমস্যার জন্য একা ক্রেতাই দায়ি নয় বিক্রেতারাও ভুল আছে।
বিক্রেতা আগে থেকেই জানেন যে কালোজিরা ফুলের মধু গুড়ের মতো লাগে। স্বাদ গন্ধ রং হুবহু প্রায় খেজুরের গুড়ের মতো। তাই বিক্রেতার উচিত বিষয়টি আগেই মধু ক্রেতাকে বলে দেওয়া।
প্রশ্নঃ কালোজিরা ফুলের মধু কি গুড়ের মতো?
উত্তরঃ জি। কালোজিরা ফুলের মধু প্রায় গুড়ের মতো লাগে। আরও বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুনঃ কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্যঃ স্বাদ, গন্ধ, রং ও ঘনত্ব
Source: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
লিখেছেনঃ
- মধু বিক্রেতা আলামিন
- Founder & CEO, খাঁটি মধু ডটকম
- 01869-663242 / 01728-338765
- https://www.facebook.com/AlaminHoneyBD