পিঁপড়া কি খাঁটি মধু খাই? নাকি ভেজাল মধু খাই? এই ধরণের প্রশ্ন প্রায়ই আমার কাছে অনেকেই করে থাকেন। একসময় আমি নিজেও যখন সঠিক তথ্য জানতাম না তখন আমিও ভাবতাম পিঁপড়া খাঁটি মধু খাই না। কিন্তু এখন দেখি বাস্তবতা ভিন্ন। আসলে লোকমুখে যা শোনা যায় তা সবসময় সঠিক হয় না। বিজ্ঞানের এই যুগে এর প্রমান অহরহর। যাইহোক, আল্লাহর ইচ্ছেই আমি নিজেই এখন চেষ্টা করছি মধু নিয়ে যত কুসংস্কর আছে তার একটি সঠিক সমাধান করার জন্য। এজন্য আপনারা আমার জন্য দুয়া করবেন এবং সাধ্যমত সাহায্য করবেন।
ঘুরে আসুনঃ (ভিডিও সহ) খাঁটি মধু চেনার উপায়ঃ পিঁপড়া পরীক্ষার সঠিক তথ্য
মধু এবং পিঁপড়া নিয়ে আমার বাস্তব অবিজ্ঞতা
আমি আগে জানতাম পিঁপড়া খাঁটি মধু খাই না, ভেজাল মধু খাই। এখন আমি স্বচক্ষে চাক কেটে মধু সংগ্রহ করে পরিক্ষা করে দেখি পিঁপড়া আমার সংগৃহীত মধু খাচ্ছে। তখন আমি বুঝলাম যে আসলে লোকমুখে গুগল কিংবা ইউটিউব এ এতদিন যা দেখে এসেছি বা শুনে এসেছি তা আসলে সঠিক নয়। একদমই মিথ্যা বা ভুল তথ্য।
এরপরে আরও অ্যাডভান্সড লেভেলের পরিক্ষা চালালাম। পরীক্ষা করে দেখি এক বিস্ময়কর ব্যাপার। পিঁপড়া খাঁটি মধু ভেজাল মধু দুইটাই খাচ্ছে। তারপর চিন্তা করলাম এই সঠিক খবরটি সবার জানা উচিত। এই জন্যই আজকের এই পোস্টটি। আরও বিস্তারিত এবং প্রমাণ পেতে নিচের ভিডিওটি দেখুন।
আরও পড়ুনঃ মধু সম্পর্কে বিভিন্ন কুসংস্কর ও তার সমাধান
পিঁপড়া খাঁটি মধু খাচ্ছে তার প্রমাণ
Source: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
লিখেছেনঃ
- মধু বিক্রেতা আলামিন
- Founder & CEO, খাঁটি মধু ডটকম
- 01869-663242 / 01728-338765
- https://www.facebook.com/AlaminHoneyBD