এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে, সরিষা ফুলের খাঁটি মধু চেনার উপায় ও বৈশিষ্ট সম্পর্কে। আরও জানতে সরিষা ফুলের মধু সত্যিই কি জমে যায় নাকি জমে না? যদি জমে যায় তাহলে কতদিন বা কত মাস পরে জমে? এবং কেমন পরিমান জমে ও জমা অংশ দেখতে কেমন হয়? ইত্যাদি বিষয়ে জানতে পারবেন।
খাঁটি মধু নিয়ে আমাদের মাঝে সবারই বেশ কৌতূহল আছে। আমরা সবাই চাই খাঁটি মধু কিনতে, খাঁটি মধু খেতে। কিন্তু সমস্যা হলো খাঁটি মধু পাওয়া খুবই কষ্টসাধ্য কাজ। অন্যদিকে যারা খাঁটি মধু বিক্রি করেন তাদেরও বিপদের শেষ নেই। কারণ ক্রেতাদের মাঝেও দেখা যায় নানান কুসংস্কর আর ভুল তথ্য বিদ্যমান। এতেকরে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে প্রায়ই বিবাদে জড়াতে দেখা যায়। আসলে দিন শেষে মধু সত্যিই কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যা গুলোর সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মধু আল-আমিন। মধু নিয়ে অনেক সমস্যা আছে, তার মধ্য থেকে আজকের ব্লগে আলোচনা করেছি সরিষা ফুলের খাঁটি মধু চেনার উপায় ও জমে যাওয়ার আসল রহস্য নিয়ে | এ ব্যাপারে ইতি পূর্বেই ভিডিও বানানো হয়েছে, তাই তথ্য গুলো জানতে আপনারা নিচের ভিডিও টি দেখতে পারেন। এই ভিডিও তে কথা বলেছেন মধু গবেষক এস এম শাহিন হোসেন ও মধু আল-আমিন।
সরিষা ফুলের খাঁটি মধু চেনার উপায় ও জমে যাওয়ার আসল রহস্য
যোগাযোগঃ
খাঁটি মধু কিনতে অথবা মধু বিষয়ে যেকোনো কিছু জানতে আমার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি ফোনে কথা বলতে কল করুনঃ মোবাইল নাম্বারঃ 01728-338765
মধু আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
WhatsApp: 01869-663242
Learn more: Youtube Channel | FB Profile| FB Page | Blog | Official Site