মধুর নিচেই তলানি পড়লেই আমরা মনে করি মধু ভেজাল। আমার মনে হয়েছে এটি একটি জাতীয় সমস্যা। কারণ আমিও ছোটকাল থেকেই শুনে আসছি যে খাঁটি মধু কখনোই জমে না, আর যদি জমে যায় তাহলে সেটি আর খাঁটি মধু না সেটি অবশ্যই ভেজাল মধু।
আরও পড়ুনঃ খাঁটি মধু কি জমে যায়?
আর এই ধারণা খালি আমার না, আমি এখন যা দেখছি অসংখ্য মানুষের মাঝে এই ধারণা আছে খাঁটি মধু কখনো জমে না। এমনকি অনেকেই বাজার থেকে মধু কেনার পরে ফ্রিজে রাখেন, ফ্রিজে রেখে যদি দেখেন যে মধু জমে গেছে তাহলে সেটি আর মধু বলে মনে করেন না, ভেজাল মধু ভাবেন। আর যদি না জমে যায় তাহলে সেটিকে খাঁটি মধু মনে করেন।
জেনে নিনঃ মধু সংরক্ষণের ৫টি নিয়ম
কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। আমি মধু গবেষণা করার পূর্বে আমিও জানতাম না যে খাঁটি মধু জমে যায়। গবেষণা করতে গিয়ে দেখলাম যে খাঁটি মধু এবং ভেজাল দুইটাই মধু জমে যায়। যাই হোক, মধু কেন জমে কি জন্য জমে কোন ফুলের মধু জমে আর কোন ফুলের মধু জমে না। বিস্তারিত তথ্য জানতে নিচের ভিডিওটি দেখুন।
খাঁটি এবং ভেজাল মধু দুইটাতেই তলানি পড়ে
source: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
লিখেছেনঃ
- মধু বিক্রেতা আলামিন
- Founder & CEO, খাঁটি মধু ডটকম
- 01869-663242 / 01728-338765
- https://www.facebook.com/AlaminHoneyBD