মধু সংরক্ষণের সঠিক নিয়ম কি? বা কোথায় রাখবো কোন পাত্রে রাখবো? ইত্যাদি। আমরা যেহেতু খাঁটি মধু মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেহেতু এই জাতীয় প্রশ্ন আমাদের কাছে আসবে এটাই স্বাভাবিক। মধু কেনার পরে অনেক ক্রেতাই আমাদের কাছে জানতে চান যে মধু কি ভাবে সংরক্ষণ করব? প্লাস্টিকের বতলেই থাকবে নাকি কাচের পাত্রে ঢেলে রাখব? ফ্রিজের ভেতরে রাখব নাকি বাইরে? এই ধরনের আরও অনেক প্রশ্ন আমাদের কাছে করে থাকেন।
মধু সংরক্ষণের সঠিক নিয়ম কেন জানবেন?
শুধু মধু খাঁটি কিনলেই হবে না সাথে সাথে মধুর সঠিক সংরক্ষণ পদ্ধতিও জানতে হবে। কারণ অসতর্কতা বা ভুল কিছুর জন্য খাঁটি মধু নষ্ট বা পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই আমাদের সকলেরই এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে এবং এই বিষয়টির উপরে সেই ভাবেই গুরুত্ব দিতে হবে যেই ভাবে আমরা ভেজালের ভিড় থেকে বেছে বেছে খাঁটি মধু কেনার সময় যেমন গুরুত্ব দিয়ে থাকি। কেননা আমরা সকলেই জানি খাঁটি মধু খুঁজে পাওয়া কতটা কঠিন একটি কাজ! এত কষ্টে অর্জিত খাঁটি মধু যদি সামান্য ভুলের কারনে নষ্ট হয়ে যায় বা উপকারিতা কমে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? তাই মধু সংরক্ষণের সঠিক পদ্ধতি আমাদের সকলেরই জেনে রাখা উচিত।
মধু সংরক্ষণের ৫টি নিয়ম
মধু সংরক্ষণ করা জটিল কিছু নয়, একদম সহজ। মধু খুব চমৎকার একটি জিনিষ। মধুতে সহজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না তাই মধু দ্রুত নষ্টও হয় না। তারপরও মধু দীর্ঘদিন ভালো ও গুন সমৃদ্ধ রাখতে কিছু জিনিষ আমাদের ফলো করা দরকার।
- পাত্রের মুখ ভালো ভাবে বন্ধ করে রাখা। পাত্র সঠিকভাবে বন্ধ করা না হলে মধুতে পোকা মাকড় সহ ধুলা বালি পড়তে পারে অথবা ফাঙ্গাস জন্মাতে পারে। মধু যদি বাতাসে খোলা অবস্থায় রাখা হয় তাহলে তা দুর্গন্ধ ও আর্দ্রতা শোষণ করে। এতে মধু নষ্ট হতে পারে অথবা এর গুনাগুন, স্বাদ, গন্ধ ও কালারের পরিবর্তন বা মান কমে যেতে পারে।
- ঠাণ্ডা কক্ষ তাপমাত্রায় মধু সংরক্ষণ করা অর্থাৎ আপনি যেই রুমে আছেন ওই রুমেই একটি ঠাণ্ডা শুকনো স্থানে রেখে দিলেই হবে। রেফ্রিজারেটরে মধু তাড়াতাড়ি জমে যেতে পারে। শূন্যের কাছাকাছি তাপমাত্রায় মধুর অনেক এমাইনো এসিড ও ভিটামিন নষ্ট হয়ে যায়। অনেক বেশি গরমে বা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মধুর স্বাদ, গন্ধ ও রঙ বা বৈশিষ্ট্য পালটে যায় এবং উপকারী গুণাগুণ কমে যায়।
- মধু সংরক্ষণের জন্য শুকনো বায়ুরোধী কাচের পাত্র ব্যবহার করা সবচেয়ে ভালো। নন-ফুড গ্রেড প্লাস্টিক অথবা ধাতব পাত্র ব্যবহার করা যাবে না।
- মধু রাখার জন্য এমন জায়গা ঠিক করা যা একইসাথে শুকনো ও ঠাণ্ডা। আর্দ্রতা হলো মধুর সবচেয়ে বড় শত্রুগুলোর মদ্ধে একটি। মধুতে থাকা এসেনশিয়াল ওয়েলগুলো সহজেই বাষ্পীভূত হয়। এতে মধুর স্বাদ এবং গন্ধ কমে যায়। সাধারণত, কোনো আবদ্ধ অন্ধকার জায়গা মধু সংরক্ষণের জন্য যথেষ্ট। খেয়াল রাখবেন সেটি যেন কালো হয় এবং সরাসরি আলোর সংস্পর্শে না আসে। চুলা বা ওভেনের কাছে মধুর পাত্র একদমই রাখবেন না।
- মধু পুরাতন হয়ে গেলে অনেক সময় তা শক্ত হয়ে স্ফটিকায়িত হয় বা জমে যায়। তিন থেকে ছয় মাসের (সময় কম বেশ হতে পারে) মধ্যে যে কোনো জায়গায়ই এই প্রাকৃতিক পরিবর্তনটি ঘটতে পারে। মধু পুরাতন হয়ে গেলে রঙ আর আগের মতো থাকে না কিছুটা কালছে ভাব চলে আসে, যার ফলে স্বাদ গন্ধেও পরিবর্তন দেখা দিতে পারে। এক বছরের কম সময়ের মাঝে পরিবর্তন দৃশ্যমান হয়।
সোর্সঃ সরোবর
মধু সংরক্ষণের পদ্ধতি জানতে নিচের ভিডিওটি দেখুন
source: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
শেষ কথা
আমরা এতখন জানলাম মধু সংরক্ষণের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে। আশাকরছি, উপরে যে তথ্য শেয়ার করেছি এই তথ্য অবলম্বন করলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। পরিশেষে আরেকটি বিষয় জানাতে চাই। আমরা (খাঁটি মধু ডটকম টিম) অত্যন্ত সতর্কতা এবং সচেতনতার সাথে শতভাগ খাঁটি মধু সংগ্রহ করে সেটা মানুষের মাঝে সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তাই আপনাদের যদি কারো খাঁটি মধুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের এই খাঁটি মধু পৌঁছে দিচ্ছি। আল্লাহর রহমতে ইতিমধ্যেই আমাদের মধুর বেশ গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। এছাড়াও মধু কেনার আগে Testimonials পেজ দেখে নিতে পারেন আমাদের পূর্বের ক্রেতাগণ আমাদের মধু সম্পর্কে কে কি বলেছেন?
“পদ্ম ফুলের মধু নামে বাজারে চলছে ভেজাল মধুর রমরমা বিজনেস” এই পোস্টটি পড়ার আমন্ত্রন জানিয়ে বিদায় নিচ্ছি আমি মধু বিক্রেতা আলামিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তায়ালা আমাদের সবার প্রতি রহমত বর্ষণ করুন। সুস্থতা দান করুন। হেদায়াত দান করুন। ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।
testimonials এ যারা comment
করেছেন তাদের কারেয়া নামের পাশে mobile নাম্বার দেওয়া হয়নি কারনটা কি বোধগগ্ম নয়? জানাবেন কি?
Testimonials পেজের একেবারে নিচে দেখেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। আপনি চাইলে ওই লিংক এ ক্লিক করে প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পারবেন।
আসসালামুয়ালাইকুম
আমাদের কাঠাল গাছে মৌমাছি বাসা করেছিলো সেখান থেকে গত ১০/১২ দিন আগে ৩ কেজি মধু পেয়েছি আবার যারা মধু পারিয়ে দিয়েছে তাদের কাছ থেকে ২ কেজি মধু কিনে নিয়েছিলাম ৩+২=৫ কেজি মধু আমি এক সাথে করে বোতলে ভরিয়ে রেখেছিলাম ১০/১২ দিন পর আমি একটি বোতলের কর্ক খুলতেই বিকট শব্দ ঠিক বমের মতো ঠাস করে শব্দ হয়ে মধু ফেনীয়ে উপর দিয়ে উড়ে নিচে গলগল করে পরতে থাকে তিনটা বোতলে রেখেছিলাম সব গুলোর একই অবস্থা এটা কেন হয়েছিল আমাকে জানাবেন প্লিজ
এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে, আপনার ওই মধুটা খুবিই পাতলা মধু। পাতলা মধুতে এরকম হওয়াটা স্বাভাবিক। যদি আপনি আরও কিছুদিন পরে চাক থেকে মধু নামাতেন তাহলে ওই মধুটা ঘন হতো এবং এভাবে ফেনা বা গ্যাস হতো না।
ধন্যবাদ ALO KHATUN।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ,
আপনি যে পদ্ধতি বলেছেন সে পদ্ধতিতে সংরক্ষণ করে ১বৎসর পর্যন্ত ব্যবহার করা যাবে কিনা, অর্থাৎ স্বাদ, গন্ধ ও রং পরিবর্তন হলে ব্যবহার করা যাবে কি?
জি ১ বৎসর ভালো ভাবেই রাখা যাবে ইনশাআল্লাহ্।
Assalamu alaikum
মধু কী রোদে দেওয়া যাবে ? ভালো রাখার জন্য
প্লীজ একটু তাড়াতাড়ি জানাবেন
যদি মধুর কোয়ালিটি ভালো হয়, অর্থাৎ ঘন মধু হয়, তাহলে রোদে দেওয়া লাগবে না। আর যদি মধু খুবই পাতলা হয় তাহলে মধু দ্রুত খেয়ে ফেলতে পারেন, এই মধু রোদে দিয়েও খুব বেশি কাজে আসে না।
আসসালামু আলাইকুম ভাই!
প্লাস্টিকের পাত্রে রাখতে অনেকগুলো মধু দূরগন্ধময় হয়ে গিয়েছে, কিভাবে এই প্লাস্টিকের গন্ধ দূর করা যায়?
ওয়ালাইকুমুচ্ছালাম, প্ল্যাস্টিক পাত্র থেকে কাচের পাত্রে রেখে দেন, আশাকরি মধুর দুর্গন্ধ চলে যাবে ইনশাআল্লাহ।
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰه
ভাইয়া, মধু আগুনে জাল দিয়ে রাখা জাবে?
ওয়ালাইকুমুচ্ছালাম,
মধু আগুনে জাল দেওয়া লাগে না, বরং জাল দিলে অনেক গুনাগুণ নষ্ট হয়ে যায়। তাই মধু পরিষ্কার কাপড়ে ভালোভাবে সেঁকে তারপরে কাচের জারে রেখে দেবেন এবং সেটা নিয়মিত খাবেন।
একজন বললো মধুর বোতলে দুইটা এলাচি দিয়ে রাখতে এতে নাকি মধু ভালো থাকে, এ সম্পর্কে একটু বলবেন৷
ভাল মানের খাঁটি মধু নরমাল টেম্পারেচারে কাচের জারে রাখলেই ভালো থাকে। অন্য কোন কিছু করা লাগে না।